বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

MALDA: ভারতীয় জাল টাকা সহ গ্রেপ্তার তিন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

MALDA: ভারতীয় জাল টাকা সহ গ্রেপ্তার তিনজাল ভারতীয় টাকা (MALDA) সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করলো মালদহ জেলা পুলিশের বৈষ্ণবনগর থানার পুলিশ। জানা গেছে গোপন সুত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বৈষ্ণবনগর থানার পুলিশ কর্মী ও আধিকারিকগন মঙ্গলবার রাতে সাদা পোষাকে অভিযান চালিয়ে থানা এলাকার কৃষ্ণপুর থেকে ভারতীয় জাল টাকা সহ গ্রেপ্তার করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় একশো চুরানব্বইটি ভারতীয় পাঁচশো টাকার জাল নোট, টাকার পরিমান সাতান্নব্বই হাজার টাকা। পুলিশের অনুমান এরা জাল নোট পাচার চক্রে জড়িত। ধৃতদের নাম হোসেন শেখ ওরফে হাসমত শেখ পিতা ভুতো শেখ, রথখোলা গাড্ডিতোলার বাসিন্দা, রাজিকুল শেখ পিতা লোকমান শেখ, চাক সহরদির বাসিন্দা ও সালাক শেখ পিতা আবেদ আলি দরিয়াপুরের বাসিন্দা। সকলেই বৈষ্ণবনগর থানার এলাকাধীন। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।