Breaking News

CoochBehar: বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে মিছিল করলো ফরওয়ার্ড ব্লক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে মিছিল করলো ফরওয়ার্ড ব্লকবাংলাদেশে (CoochBehar) ঘটে চলা সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার কোচবিহার শহরে মিছিল করলো ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কমিটির উদ্যোগে এই মিছিল আয়োজিত হয়। দলের জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্দোলনে সর্বস্তরের মানুষকে সামিল হবার আহবান জানানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অক্ষয় ঠাকুর, প্রাক্তন বিধায়ক দীপক সরকার সহ দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।