মালদহ ( Malda ) জেলা পুলিশের বৈষ্ণবনগর থানার আধিকারিক গোপন সুত্রে খবর পেয়ে সাদা পোষাকের পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে থানা এলাকার ধুড়িটোলা মোড়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তিদের তল্লাশী করে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় চারশো চার গ্রাম ব্রাউন সুগার। গ্রেপ্তার করা হয় দুই জনকে। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার করা ব্রাউন সুগারের মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করে তদন্তের স্বার্থে পুলিশ দুজনকে রিমান্ডে নেবার আবেদন জানিয়েছে।
Malda: উদ্ধার চারশো চার গ্রাম ব্রাউন সুগার ,গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ