আবাস সমীক্ষা শেষে বাদ (Alipurduar) পড়েছে একাধিক বাসিন্দার নাম। এ নিয়ে বুধবার কালচিনি বিডিওর কাছে অভিযোগ কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানের বাসিন্দাদের। অভিযোগ, যারা সমীক্ষা করতে এসেছেন তারা সঠিকভাবে সমীক্ষা করেননি। যার কারনে একাধিক বাসিন্দাদের পাকা ঘর না থাকা সত্ত্বেও তাদের নাম কাটা হয়েছে আবাসের প্রকল্প থেকে।বাসিন্দারা বলেন, এর পূর্বেও একাধিকবার আবাসে নাম থাকলেও সমীক্ষা শেষে তা কেটে দেওয়া হচ্ছে। আমাদের মতো মানুষেরা যদি ঘর না পায়,তাহলে কাদের জন্য এই প্রকল্প! এরপর এদিন ভাটপাড়ার বাসিন্দারা কালচিনি বিডিও অফিসে জমায়েত হয়ে ক্ষোভ প্রদর্শন করেন এবং এ নিয়ে বিডিওর কাছে অভিযোগ করেন।
Alipurduar: আবাস নিয়ে অভিযোগ চা শ্রমিকদের
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার