বিশ্বস্ত সূত্রে খবরের ভিত্তিতে (siliguri) অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে ব্রাউন সুগার ও নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন প্রধাননগর থানার সাদা পোষাকের পুলিশ। ধৃতদের নাম বাপী রায় ও সমীর বিশ্বাস, দুজনেই শিলিগুড়ির দেবীডাঙ্গা লাগোয়া এলাকার গোবিন্দনগরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে এরা দুজনেদীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালাচ্ছিলো। এদিন পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পায় যে সমীর ও বাপী দুজনেই মাদক পাচারে বের হবে। খবর পেয়ে পুলিশ অভিযানে নামে ও গোবিন্দপুর রাস্তায় তাদের বাইক সহ আটক করে। তল্লাশী চালিয়ে দুজনের হেফাজত থেকে উদ্ধার হয় একশো পঞ্চাশ গ্রাম ব্রাউন সুগার ও পঞ্চাশ বোতল নিষিদ্ধ কফ সিরাপ। মোটর বাইক সহ উদ্ধার করা সামগ্রী বাজেয়াপ্ত করে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে তাদের শিলিগুড়ি আদালতে পাঠিয়েছে পুলিশ ও তদন্ত শুরু করেছে।
siliguri: নিষিদ্ধ কফ সিরাপ ও ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি