জলপাইগুড়ি জেলা পুলিশের (Jalpaiguri) উদ্যোগে সোমবার জেলা পুলিশ লাইন কনফারেন্স হলে আয়োজিত হয় প্রত্যর্পন কর্মসূচি। এদিনের কর্মসূচিতে জেলা পুলিশ সুপার খন্ডবাহলে উমেশ গণপত এর নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সদর শৌভনিক মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে একশো ত্রিশটি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার খন্ডবাহলে উমেশ গণপত জানান বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোনের মালিকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মীরা এই মোবাইল ফোন গুলি উদ্ধার করেন। পরবর্তীতে উদ্ধার করা মোবাইল ফোন গুলির প্রকৃত মালিকদের শনাক্ত করে এদিন তাদের হাতে মোবাইল ফোন গুলি তুলে দেওয়া হয়েছে। হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে খুশী মালিকরা পুলিশের এই উদ্যোগকে বাহবা দেন ও তাদের এই কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
Jalpaiguri: প্রত্যর্পন কর্মসূচিতে একশ ত্রিশটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি