বক্সার জঙ্গলে ( Alipurduar ) পিকনিক বন্ধের জন্য বনদপ্তরের কর্মীরা নজরদারি চালালেন ছিপড়া জঙ্গল সংলগ্ন এলাকায় এমনটাই দেখা গেল বুধবার বিকেল তিনটে নাগাদ। নতুন বছরের প্রথম দিনে জঙ্গলে পিকনিক বন্ধের দরুন বিপাকে পড়েছেন পিকনিক পার্টি গুলো। এদিন খড়িয়া বস্তি নৌকা ঘাট এলাকায় প্রচুর পরিমাণে পিকনিক পার্টি ভিড় করেছেন। পিকনিক পার্টি গুলোর কাছ থেকে জানা গেছে সাধারণ মানুষের জমি টাকার বিনিময়ে ভাড়া নিয়ে পিকনিক করতে হচ্ছে তাদের। এদিকে নতুন বছরে পিকনিক করতে এসেও ফিরে গেছেন অনেক পিকনিক পার্টি শামুকতলা থেকে। জঙ্গল লাগোয়া স্থান গুলিতে পুলিশ এবং বনদপ্তরের কর্মীদের নজরদারি ছিল চোখে পড়ার মতো।
Alipurduar: জঙ্গলে নজরদারি বনদপ্তরের বনকর্মীদের
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার