ঘন কুয়াশায় দৃশ্যমানতা (Alipurduar) কম থাকায় প্রায়শই ঘটে পথ দূর্ঘটনা। কুয়াশা মোড়া রাস্তায় দূর্ঘটনা কমাতে আলিপুরদুয়ার জেলা পুলিশ শুক্রবার জেলার হাই ওয়ে গুলিতে বিশেষ সচেতনতা অভিযান চালায়। বিশেষ অভিযানে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির লাইট, রিফ্লেক্টর, ব্রেক সিস্টেম, ইন্ডিকেটর সহ অন্যান্য নিরাপত্তামূলক যন্ত্রাংশ গুলি পরীক্ষা করে দেখেন পুলিশ কর্মীরা। যন্ত্রাংশগুলি খারাপ থাকলে চালককে সেগুলি মেরামত করে গাড়িকে রাস্তায় চালানোর উপযোগী করে রাস্তায় নামাতে ও কুয়াশায় কম গতিতে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন। পুলিশ সূত্রে জানানো হয় কুয়াশায় পথ দূর্ঘটনা কমানোর লক্ষ্যে এই কর্মসূচি।
Alipurduar: ঘন কুয়াশায় দুর্ঘটনা রুখতে চালকদের সচেতন করছেন পুলিশ কর্মীরা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper