জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের ধুপগুড়ি থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার থানা এলাকার গাদং এক ও গাদং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালায়। পুলিশ এর এই অভিযানে নেতৃত্ব দেন ধুপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিয়েলসেন লেপচা। জানা গেছে পুলিশের কাছে খবর আসে খালপাড়া, খলাইগ্রাম, ধরনী স্কুল পাড়া, লক্ষীপুরটারি প্রভৃতি গ্রামে অবৈধভাবে গাঁজা চাষ করা হচ্ছে। খবরপেয়ে পুলিশ ঐ এলাকা গুলিতে পৌঁছে সমস্ত গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পুলিশ জানায় সমাজকে মাদকমুক্ত ও সুরক্ষিত রাখতে তাদের এই অভিযান জারী থাকবে।
Jalpaiguri: অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান পুলিশের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি