Breaking News

Alipurduar: সহকারী শ্রম কমিশনারকে বকেয়া গ্র‍্যাচুইটি প্রদানের দাবি জানালেন অবসরপ্রাপ্ত চা শ্রমিকরা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: সহকারী শ্রম কমিশনারকে বকেয়া গ্র‍্যাচুইটি প্রদানের দাবি জানালেন অবসরপ্রাপ্ত চা শ্রমিকরাচা শ্রমিক (Alipurduar) হিসাবে কর্মজীবন থেকে তারা অবসর নিয়েছেন বেশ কয়েক বছর আগে কিন্তু আজও হাতে পাননি গ্র‍্যাচুইটির প্রাপ্য টাকা। বারবার চা বাগান কর্তৃপক্ষকে তাগাদা দিয়েও সেই টাকা তারা হাতে পাননি।সোমবার তারা দলবদ্ধভাবে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের মুখ্য কার্যালয় ডুয়ার্স কন্যায় যান ও সেখানে আলিপুরদুয়ার জেলা সহকারী শ্রম কমিশনারকে গ্র‍্যাচুইটির বকেয়া প্রাপ্য টাকার জন্য দাবি জানান। সহকারী শ্রম কমিশনার দাবিপত্র গ্রহন করে জানান তিনি চা বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলে বকেয়া গ্র‍্যাচুইটির টাকা যাতে অবসরপ্রাপ্ত চা শ্রমিকরা পান সে বিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।