Breaking News

Siliguri: তেনজিং নোরগে বাস টারমিনাসের পরিকাঠামো উন্নয়ন এর লক্ষ্যে বৈঠক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Siliguri: তেনজিং নোরগে বাস টারমিনাসের পরিকাঠামো উন্নয়ন এর লক্ষ্যে বৈঠকশিলিগুড়ি (Siliguri) তেনজিং নোরগে বাস টারমিনাস এর পরিকাঠামোগত উন্নয়ন এর লক্ষ্যে সোমবার শিলিগুড়ি পৌর নিগমের সভা কক্ষে আয়োজিত হয় এক বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগম এর মেয়র তথা তেনজিং নোরগে বাস টারমিনাস এডভাইসরি কাউন্সিলের চেয়ারম্যান গৌতম দেব,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, রাষ্ট্রীয় পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই, শিলিগুড়ি পুলিশ আধিকারিক, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকগন। মেয়র গৌতম দেব জানান এক কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে তেনজিং নোরগে বাস টারমিনাস এর পরিকাঠামো উন্নয়নে কাজ করা হবে। এখান থেকে দূরপাল্লার বাসগুলিকে পরিবহন নগরে, সরকারি বাস গুলিকে তিনবাত্তি বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়া হবে ও সেগুলি সেখান থেকেই ছাড়বে। অপরদিকে হিমূল ক্যাটল ফিড এর জমিতে আরেকটি নতুন বাস স্ট্যান্ড নির্মানের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। শিলিগুড়ি শহরের যান চলাচল ব্যবস্থার উন্নতি কল্পে আরও বেশ কিছু পরিকল্পনা গ্রহন করা হয়েছে বলেও জানান মেয়র।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।