Breaking News

Elephant hs exam : উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের পাঁচশো মিটারের মধ্যে হাতির পাল, চাঞ্চল্য এলাকায়

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Elephant hs exam : উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের পাঁচশো মিটারের মধ্যে হাতির পাল, চাঞ্চল্য এলাকায়সোমবার (Elephant) থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত রকম ব্যবস্থা গ্রহন করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আলিপুরদুয়ার জেলা জুড়ে রয়েছে সংরক্ষিত বনাঞ্চল, চা বাগান। এসব এলাকায় বন্যপ্রাণীর আনাগোনা লেগেই থাকে। বন্যপ্রাণীর হানাদারি ঠেকাতে বন দপ্তর পরীক্ষার কদিন বিশেষ উদ্যোগ গ্রহন করেছে। বন কর্মীরা পাহারা দিয়ে দপ্তরের বা অন্য গাড়ি করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও পরীক্ষা শেষে তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এরই মাঝে বিপত্তি সৃষ্টি হয় হাসিমারায়। এদিন পরীক্ষাচলাকালীন সময়ে হাসিমারা বিচ চা বাগানে হাজির হয় এক পাল হাতি। সেখান থেকে পাঁচশো মিটার দূরে রয়েছে একটি পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা কেন্দ্রের এত কাছে হাতির পাল চলে আসায় এলাকায় সৃষ্টি হয় ব্যপক চাঞ্চল্য। খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরের কর্মীদের। খবর পেয়ে পুলিশ ও বন কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে বেশ কিছুক্ষনের মধ্যেই হাতির পালটিকে জঙ্গলে ফিরিয়ে দেন। হাতির পাল জঙ্গলে ফিরিয়ে দেওয়ায় হাঁফ ছাড়েন সকলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।