আলিপুরদুয়ার (Alipurduar) জেলার মাদারীহাট ব্লকের মৎস্য চাষীদের দেশী শিঙ্গি মাগুর মাছ চাষে উৎসাহিত করার লক্ষ্যে আলিপুরদুয়ার জেলা মৎস্য দপ্তর শনিবার মৎস্য চাষীদের মধ্যে বিতরন করলো দেশি শিঙ্গি ও মাগুর মাছের বীজ। মাদারীহাট বিডিও অফিস চত্বরে এদিন মৎস্য চাষীদের হাতে এই বীজ তুলে দেন জেলা মৎস্য আধিকারিক। উপস্থিত ছিলেন মাদারীহাটের বিডিও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। জেলা মৎস্য আধিকারিক জানান শঙ্কর প্রজাতির শিঙ্গি ও মাগুর মাছের চাষ দিন দিন বাড়ছে। শঙ্কর প্রজাতির মাছ গুলি দ্রুত বৃদ্ধি পায় একারনে মৎস্য চাষীরা এধরনের মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। শঙ্কর প্রজাতির শিঙ্গি মাগুর মাছের দাপটে বিলুপ্ত হতে চলেছে দেশী প্রজাতির শিঙ্গি ও মাগুর মাছ। এই প্রজাতির মাছ পুষ্টিগুনে ভরপুর। বিলুপ্তির হাত থেকে এই প্রজাতির মাছ গুলিকে রক্ষা করার লক্ষ্যেই মৎস্য দপ্তর এই উদ্যোগ নিয়েছে।
Alipurduar: দেশী শিঙ্গি মাগুর মাছের চাষে উৎসাহিত করতে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার