Breaking News

Bison: সাত সকালে বাইসনের তান্ডব,আহত দুই

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Bison: সাত সকালে বাইসনের তান্ডব,আহত দুই বুধবার সাত সকালে (Bison) একটি বাইসন জঙ্গল থেকে বেরিয়ে চলে আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকের নাংডালা চা বাগানে ভলে আসে ও তান্ডব চালায়। বাইসনের তান্ডবে জখম হয়েছেন দুজন। তাদের নাম শান্তি তিরকি ও নিতেশ ওঁরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দলগাঁও রেঞ্জের বন কর্মীরা। বন কর্মীরা চেষ্টা করছেন বাইসনটিকে জঙ্গলে ফেরাতে। জানা গেছে বাইসনটি ডিমডিমা চা বাগানে আশ্রয় নিয়েছে, বিকালে ফের বাইসনটি নাংডালা চা বাগানে আসে। রেঞ্জার জয়ন্ত মন্ডল জানান বিকালে ঘুমপাড়ানী গুলিতে বাইসনটিকে কাবু করে বন কর্মীরা নিয়ে উদ্ধার করে নিয়ে যান। স্বাস্থ্যপরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বন দপ্তরের সহযোগিতায় আহতদের বীরপাড়া রাজ্য জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে। বলেও জানান জয়ন্ত মন্ডল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।