Breaking News

Alipurduar: হোলির পূর্বে শিকার রুখতে জঙ্গলে ড্রোন দিয়ে তল্লাশি

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: হোলির পূর্বে শিকার রুখতে জঙ্গলে ড্রোন দিয়ে তল্লাশি হোলির পূর্বে (Alipurduar) শিকার উৎসব রুখতে জঙ্গল সংলগ্ন বনবস্তি ও চা বলয় এলাকায় টহলদারি শুরু করলো বনদফতর। এছাড়া বনবস্তি ও চা বাগান এলাকায় মাইকিং ও রিফলেট বিলি করে সচেতনতা চালানো হল । হোলির পূর্বে কিছু সম্প্রদায়ের মধ‍্যে শিকার উৎসবের প্রথা আছে। অনেকে হোলির পূর্বে জঙ্গলে প্রবেশ করে বন‍্যপ্রাণ ও পাখি শিকার করতে। শিকার উৎসব রুখতে সজাগ বনদফতর। আলিপুরদুয়ার জেলার বনবস্তি ও চা বলয় এলাকায় বনদফতরের থেকে টহলদারি করা হচ্ছেন মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে যাতে তারা জঙ্গলে প্রবেশ না করে। জলদাপাড়া জাতীয় উদ্যান অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক নভোজিৎ দে জানান ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চলছে, বিভিন্ন এলাকায় নাকা চেকিং চলছে এছাড়া ড্রোন দিয়ে তল্লাশি চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।