আলিপুরদুয়ার (Alipurduar) এক নম্বর ব্লকের তপসীখাতা গ্রামের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া বাপি দাসের জলে ডুবে মৃত্যু হয়েছে শুক্রবার। জানা গেছে বাপী পুরুলিয়াতে রামকৃষ্ণ মাহাতো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলো। পরিবারের সদস্যরা জানান এদিন হোলি খেলার পর কুড়ি বাইশ জন পড়ুয়া কলেজের বাইরে একটি পুকুরে স্নান করতে যায়, বাপীও সেই দলে ছিল। স্নান করতে নেমে বাপী ডুবে যায় বলে পরিবারের সদস্যদের খবর পাঠায় কলেজ কর্তৃপক্ষ। পরিবারের সদস্যরা খবর পেয়ে পুরুলিয়া যান ও বাপীর মৃত্যুর খবর জানতে পারেন। বাপীর সহপাঠীরা জানায় বাপীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসকগন চিকিৎসা চালিয়েও শেষ রক্ষা করতে পারেননি। পরিবারের সদস্যদের অভিযোগ বাপীকে র্যাগিং করা হতো। এর আগেও বাপী নাকি তাদের জানিয়েছিল তাকে সিনিয়র দাদারা এটা সেটা করতে বলত, না করলে সিগারেটের স্যাঁকা দিত, কিছুদিন আগে নাকি মদ খাইয়ে ঊলঙ্গ করে বাপীকে নাচানো হয়েছিলো। পরিবারের সদস্যদের আরও অভিযোগ বাপীকে র্যাগিং এর নাম করে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। যারা এই কাজ করেছে তাদের ফাঁসীর দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। অপরদিকে বাপীর সহপাঠীরা র্যাগিং এর অভিযোগ অস্বীকার করে জানিয়েছে বাপীর মৃত্যু একটি দূর্ঘটনা। বাপীর মৃতদেহ এলাকায় নিয়ে আসা হলে শোকের ছায়া নেমে আসে তপসীখাতায়।
Alipurduar: র্যাগিং এর জেরে মৃত্যু ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ,অভিযোগ পরিবারের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার