Breaking News

Alipurduar: পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচি ব্লক প্রশাসনের

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচি ব্লক প্রশাসনের পতঙ্গবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও ম্যালেরিয়ার (Alipurduar) মত প্রাণঘাতী রোগ প্রতিরোধে উদ্যোগী হলো কুমারগ্রাম ব্লক প্রশাসন। জানা গেছে কুমারগ্রাম ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ব্লক প্রশাসন নিযুক্ত কর্মীরা পতঙ্গ নাশক ওষুধ স্প্রে করছেন। কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিদা কর্মসূচিতে উপস্থিত থেকে কর্মীদের উৎসাহিত করছেন পাশাপাশি বাড়ী বাড়ি ঘুরে বাসিন্দাদের সাথে কথা বলে তাদের পতঙ্গবাহিত রোগ সম্পর্কে সচেতন করছেন। সকলকে বিডিও পরামর্শ দিচ্ছেন মশারি খাটিয়ে ঘুমানোর, বাড়ির আশেপাশে নোংরা জল যাতে জমে না থাকে সেদিকে নজর দিতে। কারন নোংরা জমা জলে মশা জন্মায় আর এই মশাই হলো ডেঙ্গু, ম্যালেরিয়া প্রভৃতি রোগ ছড়ায়। এসব রোগ থেকে বাঁচতে হলে নিজেদের বাড়ির আশপাশ সহ পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বলেও পরামর্শ দেন বিডিও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।