শিলিগুড়ি (Siliguri) পুলিশ কমিশনারেটের অধীন প্রধাননগর থানার পুলিশ গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানা এলাকার গুরুং বস্তির কাছে একটি ভুট্টা র বস্তা বোঝাই ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ভুট্টার বস্তার আড়াল থেকে উদ্ধার হয় একশো সাতান্নব্বই কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় চালক রবীন কয়াল ও সহকারী চালক কল্যান ভুনিয়াকে। দুজনেই দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গাঁজা উদ্ধার সহ গ্রেপ্তার এর সমস্ত প্রক্রিয়া এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে করা হয়েছে। গাঁজা কোথা থেকে কোথায় পাচার হচ্ছিলো, পাচার চক্রে আরও কারা জড়িত সেসব বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেছে পুলিশ।
Siliguri: ভুট্টা বোঝাই বস্তার আড়ালে গাঁজা পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ, গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি