Breaking News

Alipurduar: তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাআলিপুরদুয়ার (Alipurduar) এর প্রাক্তন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা বৃহস্পতিবার কলকাতায় তৃণমূলের সদর দপ্তরে এসে যোগ দিলেন তৃণমূলে। এদিন তার হাতে দলেরপতাকা তুলে দেন সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা জয় প্রকাশ মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। তৃণমূলে যোগ দিয়ে প্রাক্তন মন্ত্রী জন বারলা জানান তিনি মানুষের জন্য কাজ করতে চান। বিজেপিতে থেকে তিনি সাধারন মানুষের জন্য কাজ করতে পারছিলেননা। উদাহরন স্বরূপ তিনি জানান আলিপুরদুয়ার জংশন এলাকায় একশ ষাট কোটি টাকা ব্যয়ে একটি হাসপাতাল নির্মানের জন্য তিনি উদ্যোগ গ্রহন করেছিলেন। হাসপাতালের জমি চিহ্নিত হয়ে যাবার পর যখন মৌ স্বাক্ষর হবে তার আগেই রাজ্য থেকে বিজেপির কোনো নেতা এই প্রকল্প না করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বার্তা পাঠানোয় হাসপাতাল নির্মান এর সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। যে দলে থেকে সাধারন মানুষের স্বার্থে কাজ করা সম্ভব হয়না সে দলে থাকার কোনো মানে হয়না বলে তিনি জানান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাধারন মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান উত্তরের চা বলয়ের মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলো বিনিময়ে বিজেপি র থেকে তারা কিছুই পায়নি। সাধারন মানুষের জন্য কাজ করার যে সুযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিয়েছেন তিনি চেষ্টা করবেন সে সুযোগ কাজে লাগাতে। তাকে এদিন তৃণমূলে স্বাগত জানান রাজ্য তৃণমূল নেতৃত্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।