Breaking News

Elephant: গজলডোবার টাকিমারিতে হাতির পাল ,আতঙ্কিত এলাকাবাসী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Elephant: গজলডোবার টাকিমারিতে হাতির পাল ,আতঙ্কিত এলাকাবাসীজলপাইগুড়ি (Elephant) জেলার গজলডোবার টাকিমারিতে ঘাটি গেড়েছে পচিশটি হাতির পাল।ঘটনায় স্বাভবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। উল্লেখ্য গত বুধবার গজলডোবার তাঁতীপাড়া এলাকায় হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু ঘটনায় বন দপ্তরের কর্মীদের উপর ক্ষুব্ধ হয়ে আছেন এলাকার মানুষ। শুক্রবার সকালে এলাকায় হাতির পাল দেখে মানুষ জন আতঙ্কিত হয়ে পড়েন। বুধবার রাত থেকেই হাতির পালটি আশেপাশের গ্রামগুলিতে দাপিয়ে বেড়াচ্ছে। ব্যপক ক্ষতি করেছে বিভিন্ন ফসলের। খবর পেয়ে বন কর্মীরা টাকিমারি গ্রামে পৌঁছালে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। হাতির পালের খবর পেয়ে গ্রামে আসেন এলাকার বিধায়ক খগেশ্বর রায়, বেলাকোবা ফাঁড়ির ওসি হিরু সরকার। তারা বন কর্মীদের সাথে আলোচনা করছেন কিভাবে হাতির পালটিকে জঙ্গলে ফেরানো যায়। খবর লেখা পর্যন্ত হাতির পাল এলাকাতেই অবস্থান করছে বলে জানিয়েছে গ্রামবাসীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।