Breaking News

Alipurduar: সেগুন কাঠ বোঝাই পিকআপ ভ্যান আটক

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: সেগুন কাঠ বোঝাই পিকআপ ভ্যান আটকউত্তর (Alipurduar) মজিদখানা এলাকা থেকে পিকআপ ভ্যানের পিছু ছুটে কাঠ বোঝাই গাড়ি উদ্ধার করে শামুকতলা বনদপ্তরের কার্যালয় নিয়ে আসা হয়েছে শনিবার বেলা তিনটা নাগাদ । জানা গেছে পিকআপ ভ্যানে প্রায় ষাট সিএফটি সেগুন কাঠ রয়েছে। ‌গোপন খবরের ভিত্তিতে সাউথ রায়ডাক রেঞ্জের বনকর্মীরা ভোর পাঁচটা থেকে শামুকতলা হাতিপোতা রাজ্য সড়কের লাল পুল এলাকায় ওৎ পেতে বসেছিল। বেলা সাড়ে সাতটা নাগাদ একটি পিকআপ ভ্যান প্লাস্টিক দিয়ে ঢাকা অবস্থায় লালপুল দ্রুতগতিতে অতিক্রম করে যায়। ‌ এরপরই বনকর্মীরা গাড়িটির পেছনে ছুটে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের টটপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর মজিদখানা এলাকা থেকে গাড়িটিকে বাজেয়াপ্ত করে । তবে গাড়ির চালক পালিয়ে যায়। ‌ এদিকে সূত্র মারফত জানা গেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কার্তিকা জঙ্গল থেকে গাড়িটি লোড হয়েছিল। গাড়িতে ১৯ টি সেগুন কাঠের গোলাই রয়েছে। ‌ দুজন চোরাই কাঠ ব্যবসায়ী ভিন জেলায় পাচারের উদ্দেশ্যে পিকআপ ভ্যানটিতে কাঠ বোঝাই করেছিলেন। কাঠের গোলাই এ সাংকেতিক চিহ্ন দেওয়া ছিল ইংরেজি অক্ষর দিয়ে। আরো জানা গেছে দুজন চোরাই কাঠ ব্যবসায়ীর বাড়ি শামুকতলা থানা এলাকায়। নর্থ রায়ডাক রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে চোরাই কাঠ ভিন জেলায় চলে যাচ্ছে। ‌সাউথ রায় ডাক রেঞ্জের রেঞ্জার দেবাশীষ মন্ডল জানিয়েছেন এই ব্যবসার সঙ্গে কারা যুক্ত আছেন তা নিয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।