বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Alipurduar : ড্রাগ এর বিরুদ্ধে সচেতনতা শিবির জয়গাঁয়

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar : ড্রাগ এর বিরুদ্ধে সচেতনতা শিবির জয়গাঁয় আলিপুরদুয়ার ( Alipurduar) জেলা প্রশাসন ও জয়গাঁ থানার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার জয়গাঁ ননী ভট্টাচার্য মহাবিদ্যালয়ে আয়োজিত হয় ড্রাগ এর বিরুদ্ধে সচেতনতা শিবির। এক দিবসীয় এই শিবিরে উপিস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস, জয়গাঁ থানার আই সি পালজের ভুটিয়া।, জয়গাঁ থানার ওসি মিংমা শেরপা, কলেজের ছাত্র ছাত্রী গন সহ স্থানীয় লোকজন। জানা গেছে আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশীর নির্দেশনা ও তত্বাবধানে এই শিবিরটি আয়োজিত হয়। শিবিরে বক্তারা ড্রাগের অপব্যবহার ও কুফল সম্পর্কে বক্তব্য রাখেন। অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস জানান যুব সমাজকে ড্রাগের বিপদ সম্পর্কে সচেতন করে তার যাতে ড্রাগমুক্ত সুস্থ জীবন যাপন করে সেই লক্ষ্যেই এই কর্মসূচি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।