বিয়ে ( Alipurduar) বাড়িতে হাতির হানার ঘটনা ঘটলো জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে সুরিপাড়া গ্রামে রবিবার রাত এগারোটা নাগাদ। যদিও মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে যায় বিয়ে বাড়িতে পালিয়ে যাবার। রীতিমতো বিয়ে বাড়িতে হাতির অনুপ্রবেশের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বরযাত্রী থেকে শুরু করে সবার মধ্যে। জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছেই ভিসা মারার জঙ্গল থেকে মাত্র 400 মিটার দূরে বাড়ি প্রকাশ চন্দ্র রায়ের। দুটি হাতি বিয়ে বাড়িতে চলে আসে। রীতিমতো একটি হাতি রান্নাঘরের পাশে চলে যায়। আর এরপরেই শুরু হয় অতিথিদের পালিয়ে যাবার পালা। স্থানীয় বাসিন্দারাই হাতি দুটিকে জঙ্গলে তাড়ানোর জন্য টর্চ এবং পটকা ফাটাতে থাকে। তৎক্ষণাৎ ছুটে চলে আসেন বনদপ্তরের কর্মীরাও। তবুও এক ঘন্টা সময় লাগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি, জানিয়েছেন বাড়ির মালিক প্রকাশ বাবু।
Alipurduar: বিয়ে বাড়ির রান্নার পাশেই হাতি ,পালিয়ে গেলেন অতিথিরা
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper