বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Python : বিশালাকার অজগর উদ্ধার বনদপ্তরের কর্মীদের

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Python : বিশালাকার অজগর উদ্ধার বনদপ্তরের কর্মীদেরঅর্জুন পাড়া (Python ) থেকে একটি পূর্ণবয়স্ক অজগর উদ্ধার করল বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনদপ্তরের কর্মীরা বৃহস্পতিবার বেলা দুইটা নাগাদ।এলাকার বাসিন্দা শুকরা মুন্ডা তার সুপারী বাগানে নেট দিয়ে বেড়া লাগিয়ে ছিলেন বাগান রক্ষার জন্য। ‌শুকরা মুন্ডার লাগানো নেটেই আটকে যায় পূর্ণবয়স্ক অজগরটি। এরপর এলাকার বাসিন্দারাই সেটিকে মুক্ত করে বস্তায় ঢুকিয়ে রাখে। খবর দেওয়া হয় বনকর্মীদের। ‌বনকর্মীরা গিয়ে অজগর টিকে নিয়ে আসেন। ‌এলাকার বাসিন্দারা জানিয়েছেন অজগরটি পূর্ণবয়স্ক ওজন কম করে ১২ কেজি। নারার থলির জঙ্গলে অজগরটিকে ছেড়ে দেওয়া হবে জানিয়েছেন বনকর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।