ডাকাতির উদ্দ্যেশ্যে জড়ো (siliguri) হওয়া পাঁচ দুষ্কৃতি কে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার সাদা পোষাকের পুলিশ। জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ রবিবার মাটিগাড়া বাজারে অভিযান চালায়। পুলিশের অভিযানের আঁচ পেয়ে দুষ্কৃতিরা পালাতে শুরু করে।পুলিশ পাঁচ দুষ্কৃতিকে ধরে গ্রেপ্তার করে। ধৃতদের নাম সুরজ ছেত্রী,রাজু রাও,সত্যম মাহাতো,বিকাশ রাই ও অস্থির রাই। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্রশস্ত্র। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা আশেপাশের কোনো বাড়ি বা দোকানে ডাকাতির উদ্দ্যেশ্যে জড়ো হয়েছিলো। পুলিশ ধৃতদের রবিবার আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
siliguri: ডাকাতির উদ্দ্যেশ্যে জড়ো হওয়া পাঁচ দুষ্কৃতি, উদ্ধার ধারালো অস্ত্রশস্ত্র
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি