চলতি মাসের (Alipurduar) সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রাজ্যের চারটি স্থানে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী কল্যান দপ্তরের উদ্যোগে আয়োজিত হবে বিশ্ব আদিবাসী দিবস। এই উপলক্ষ্যে আদিবাসী সম্প্রদায়ের খাদ্য, সাংস্কৃতিক ঐতিহ্য সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। আদিবাসী কৃষ্টি সংস্কৃতি কে তুলে ধরে পরম্পরাগত ঐতিহ্যকে রক্ষা করাই এই উৎসবের লক্ষ্য।বৃ্হস্পতিবার ঝাড়্গ্রামে বিশ্ব আদিবাসী উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরও বাকি তিনটি স্থানের অনুষ্ঠান এরো ভার্চুয়াল উদ্বোধন করেন। বিশ্ব আদিবাসী দিবসের আলিপুরদুয়ার জেলার অনুষ্ঠান আয়োজিত হবে কালচিনিতে। নয় তারিখ জেলা স্তরের অনুষ্ঠান আয়োজিত হবে আলিপুরদুয়ার রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানের ও ভারচুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। কালচিনিতে মঞ্চে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব সিহ অন্যান্য আধিকারিকগন। মুখ্যমন্ত্রীর ভারচুয়াল উদ্বোধন এর পর সভাধিপতি ও জেলাশাসক প্রদীপ জ্বালিয়ে মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলাশাসক জানান বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চলবে আগস্ট মাসের দশ তারিখ পর্যন্ত।
Alipurduar: বিশ্ব আদিবাসী দিবসের আলিপুরদুয়ার জেলার অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার