বনদপ্তরের গাড়ির (Alipurduar) ধাক্কায় এক নাবালকের মৃত্যুকে ঘিরে সরগরম হয়ে উঠলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জের মারা খাতা বিট অফিস। শনিবার দুপুর থেকে বিক্ষোভ শুরু হয় চলে বিকেল চারটে পর্যন্ত। গ্রামবাসীদের অভিযোগ গত ২৮ শে সেপ্টেম্বর কুমার গ্রাম ব্লকের লালচাঁদপুর বনবিভাগের মারাখাতা বিট অফিসের একটি গাড়ির সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগে বাইকের তিনজন নাবালক ছিল। এর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভয় বর্মন নামে এক নাবালকের। গুরুতর যখন অলক বর্মন ও অর্জুন নার্জিনারী নামে আরো দুই নাবালক। তারা বর্তমানে শয্যা সেই অবস্থায় আছেন। এলাকাবাসীর অভিযোগ বনদপ্তরের গাড়ির সঙ্গে দুর্ঘটনায় এক নাবালকের প্রাণহানি ঘটনা ঘটলেও বনদপ্তরের কোন কর্মকর্তা এখনো এগিয়ে আসেননি। সন্তান হারা পরিবারসহ শয্যাশায়ী নাবালকদের পরিবারকে কোনরকম সহযোগিতা করা হয়নি। আর এর ফলেই এলাকাবাসী আজ বিক্ষোভ দেখান বিট অফিসে। বিট অফিসার মারলিন প্রীতিলতা টোপ্পোর সঙ্গে আলোচনায় বসেন এলাকার বাসিন্দারা। আগামী বুধবার বিষয়টি নিয়ে আবার আলোচনা হবে এমন সিদ্ধান্ত হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপর ক্ষেত্র অধিকর্তা দেবাশীষ শর্মা জানিয়েছেন খুবই দুঃখজনক ঘটনা তবে এর সঙ্গে বনদপ্তরের কোন সম্পর্ক নেই।
Alipurduar: বিট অফিস ঘেরাও নিয়ে উত্তেজনা মারাখাতায়
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার