দার্জিলিং জেলার নকশালবাড়ি থানা (Elephants) এলাকার টুকরিয়াঝাড় লাগোয়া বেংগাইজোত গ্রামে আমন ধানের ক্ষেতে বুধবার গভীর রাতে হানা দেয় দশটি হাতির পাল।জানা গেছে জঙ্গল থেকে বেরিয়ে হাতির পালটি ধা ক্ষেতে প্রবেশ করে জমির ধান সাবাড় করে। কৃষকরা টের পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খবর দেন বন দপ্তরের টুকরিয়াঝাড় রেঞ্জের বন কর্মীদের। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতির পালটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে নিয়ে যান। বন দপ্তর সূত্রে জানা গেছে নিয়ম মাফিক আবেদন করলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরন দেওয়া হবে।
Elephants: নক্সালবাড়ির বেংগাইজোতে বুধবার গভীর রাতে জমির ধানগাছ সাবাড় করলো হাতির পাল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দার্জিলিং