রেশনে দেওয়া (CoochBehar) হচ্ছে মেয়াদ উত্তীর্ণ আটা এই অভিযোগে বৃহস্পতিবার কোচবিহার শহর লাগোয়া দুই নম্বর কালিঘাট রোডের বাসন্তী মন্দির প্রাঙ্গণে দুয়ারে রেশন শিবিরে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ আটা। গ্রাহকদের নজরে আসে যে আটার প্যাকেট দেওয়া হয়েছে তার মেয়াদ বৃহস্পতিবারই শেষ হচ্ছে। এই বিষয়টি নজরে আসতেই গ্রাহকরা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকগন। রেশন ডিলারের দায়িত্বপ্রাপ্ত কর্মী জানান ভুল বশত এই আটার প্যাকেটগুলি দুয়ারে রেশন শিবিরে চলে এসেছে। দ্রুত এগুলি বদলে দেওয়া হবে। এই আস্বাসে গ্রাহকরা বিক্ষোভ প্রদর্শন বন্ধ করেন। পুলিশ ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকগন জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে। রেশন ডিলার দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।
CoochBehar: রেশনে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ আটা, এই অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper