শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Elephants: দিনের বেলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে হাতি

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Elephants: দিনের বেলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে হাতি রাতভর দাপিয়ে বেড়ালো ছিপড়া জঙ্গল থেকে বেরিয়ে আসা চারটি হাতি (Elephants) বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ হাতিগুলি জঙ্গলে ঢুকেছে এমনটাই জানিয়েছেন দক্ষিণ মহাকাল গুড়ি এলাকার বাসিন্দারা। জানা গেছে বুধবার অধিক রাতে চারটি হাতি বের হয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের চেপানি হল্ট সংলগ্ন এলাকায় দেখা গেছে হাতিগুলিকে। ভোর নাগাদ হাতি গুলিকে দেখা যায় সলসলাবাড়ি অষ্টমী ঘাট সংলগ্ন এলাকায় এরপর সেগুলি দক্ষিণ মাঝের ডাবরি এলাকায় ঢুকে পড়ে যদিও বনদপ্তরের কর্মীরা হাতির পিছনেই ছিল। মুহূর্তে মুহূর্তে হাতে দিক পরিবর্তন করছে যশোডাঙ্গা বিশ্বাস পাড়া হয়ে অর্জুন পাড়া দিয়ে তালেশ্বরগুড়ি হয়ে মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়ে। প্রচুর পরিমাণে বন কর্মী হাতির পিছু হাটতে থাকে। বেলা 11 টা নাগাদ দক্ষিণ মহাকাল ঘুড়ি হয়ে উত্তর মহাকালগুড়ি দিয়ে দাসপাড়া হয়ে শিপ্রা জঙ্গলে প্রবেশ করে হাতির পাল। স্বস্তির নিঃশ্বাস ফেলে বনকর্মী থেকে শুরু করে আমজনতা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে ধানক্ষেতের উপর দিয়ে যাওয়ার দরুন। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।