শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: ডিসেম্বরের শুরুতেই বড় বিলে দেখা যাবে পরিযায়ী পাখিদের

মলয় দেবনাথ , আলিপুরদুয়ার

Alipurduar: ডিসেম্বরের শুরুতেই বড় বিলে দেখা যাবে পরিযায়ী পাখিদের নতুন ধরনের পাখি দেখা যাবে বড় বিলে (Alipurduar) আশায় দিন গুণছেন পাখি প্রেমীরা। নভেম্বর মাস পড়ে গেছে এখনো পরিযায়ী পাখির দেখা মেলেনি সাউথ রায়ডাক রেঞ্জের নারারথলি বিট অফিস সংলগ্ন বড়বিলে।‌ গত বছর সরকারি ভাবে আর্থিক অনুমোদন মেলেনি তাই বিল পরিস্কার করা হয়নি। ‌এবার কালীপুজোর আগেই বড় বিল পরিষ্কার করা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে। যদিও এই বিল পরিষ্কার করতে গিয়ে মোটা অংকের টাকা খরচ হয়েছে বনরপ্তরের। ‌এই বড় বিলেই বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি বিভিন্ন প্রকারের সাপ দেখা যায়। ‌ বিশেষ করে বনদপ্তরের কর্মীদের উদ্ধার করা অজগর গোখরো কালাচ জাতীয় সাপগুলো এই বড় বিলেই ছাড়া হয়। ‌একসময় এই বড় বিল পরিদর্শন করার জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ছুটে আসতো কিন্তু এখন বনদপ্তরের কর্মকর্তা দের নির্দেশে সাধারন মানুষের প্রবেশ নিষেধ বড় বিল সংলগ্ন এলাকায়। ‌ তবুও বনদপ্তরের কর্মীদের চোখে ধুলো দিয়ে মাঝে মধ্যেই সাধারণ মানুষ ঢুকে যায় বড় বিলের পাশে ওয়াচ টাওয়ার দেখার জন্য। ‌ শীত পড়তেই পরিযায়ী পাখিদের ভিড় জমে যায় বড় বিলে। আগামী ডিসেম্বর মাসের শুরুতেই পরিযায়ী পাখিদের দেখা যাবে বড় বিলে এমনটাই মত প্রকাশ করেছেন সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জার দেবাশীষ মন্ডল। পরিযায়ী পাখিরা মার্চ মাস পর্যন্ত থাকে। উত্তরবঙ্গের আবহাওয়া অনুকূল তা বোঝা যায় পরিযায়ী পাখিদের আগমন দেখেই। তবে পাহাড়ে তাপমাত্রা কমতে থাকলেই পরিযায়ী পাখিরা নেমে আসবে সমতলে। ‌ ধূসর মাথা ল্যাপ উইং, কটন পিকমি গুজ, কমন টিল লেসার হুইসলিং ডাক এর মত পরিযায়ী পাখিরা নারার থলি জলাভূমিতে চলে আসলেই উত্তরবঙ্গের বন এবং জলাভূমি মুখর হয়ে উঠবে শীতের এই অতিথি পাখিদের রঙিন সুরে। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।