একটি গন্ডার হলং (Rhinoceros) নদীতে দাঁড়িয়ে জল পান করছিল। অন্যটি কিছুটা দূরে তীরে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। হটাৎ করেই ঘাস খাওয়া ছেড়ে গন্ডারটি তেড়ে আসে জলে দাঁড়ানো গন্ডারটির দিকে। যদিও কোনও মারপিটের ঘটনা ঘটেনি। তবে দুই গন্ডারের শক্তি প্রদর্শনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবং এখানে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পর ভারতের বৃহত্তম সংখ্যক গন্ডার রয়েছে। এই অভয়ারণ্যে গন্ডার ছাড়াও বাঘ, হাতি, হরিণ ও অন্যান্য বন্যপ্রাণী দেখা যায় এবং এটি পাখি পর্যবেক্ষকদের জন্যও একটি স্বর্গ। এই অভয়ারণ্যটি বিশাল একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।এই বনভূমি প্রধানত লম্বা এলিফ্যান্ট ঘাসবিশিষ্ট সাভানা অঞ্চল। জলদাপাড়া অভয়ারণ্যের মুখ্য আকর্ষণ এশীয় একশৃঙ্গ গন্ডার। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের পর ভারতে এই অভয়ারণ্যেই সর্বাধিক সংখ্যক গন্ডারের দেখা মেলে।দুই গন্ডারের শক্তি প্রদর্শনের দৃশ্য বিরলতম ঘটনা বলে দাবি বন কর্মীদের। সম্ভবত দুটি গন্ডার পুরুষ ছিল।
Rhinoceros: জলদাপাড়া জাতীয় উদ্যানে দুই গন্ডারের শক্তি প্রদর্শন
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper