শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

siliguri: দূর্ঘটনার পর ফুটপাথ দখল মুক্ত অভিযানে শিলিগুড়ির আশিঘর সাব ট্রাফিক গার্ড

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: দূর্ঘটনার পর ফুটপাথ দখল মুক্ত অভিযানে শিলিগুড়ির আশিঘর সাব ট্রাফিক গার্ডশিলিগুড়ির (siliguri) একটি গুরুত্বপূর্ণ রাস্তা ইস্টার্ন বাই পাস আর এই রাস্তাতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। শনিবার এক স্কুল শিশুর মৃত্যু হয় পথ দূর্ঘটনায়। স্থানীয় বাসিন্দারা দূর্ঘটনার জন্য অভিযোগের আঙ্গুল তুলেছেন ট্রাফিক ব্যবস্থার গাফিলতির দিকে। তারা জানান এই গুরুত্বপূর্ণ রাস্তার বেশ কিছু এলাকায় ফুটপাথ বলে কিছু নেই। রাস্তার দুপাশের অধিকাংশ দোকান নেমে এসেছে ফুটপাথে আর যেটুকু ফাঁকা আছে তাও চলে গিয়েছে ফাস্ট ফুড বা ঐ জাতীয় দোকানের দখলে। যানবাহন পরিপূর্ণ রাস্তায় ফুটপাথ ধরে পথচারীদের চলার কোনো উপায় নেই। বাধ্য হয়ে তারা মূল সড়ক ধরে চলাচল করেন আর দূর্ঘটনার শিকার হন। ট্রাফিক পুলিশের নজরদারির অভাব রয়েছে বলেও তারা জানান। রবিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আশিঘর সাব ট্রাফিক গার্ড দিনভর ইস্টার্ন বাই পাস, নরেশ মোড়, ঘোগোমালি মেইন রোডে ফুটপাথ দখল মুক্ত করতে অভিযান চালায়। ফুটপাথ দখল করে যারা ব্যবসা করছেন তাদের ফুটপাথ মুক্ত করে দেবার জন্য বলা হয়। বসানো হয় রেল গার্ড। ট্রাফিক পুলিশের নজরদারিও বাড়ানো হয়। পুলিশ সূত্রে জানানো হয় দূর্ঘটনার আশঙ্কা দূর করার লক্ষ্যে এই কর্মসূচি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।