শিলিগুড়ি (siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা প্রাঙ্গনে বৃহস্পতিবার উদ্বোধন হলো তেতাল্লিশতম উত্তরবঙ্গ বই মেলা ২০২৫। প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক অমর মিত্র। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিক্ষাবিদ সত্যম রায় চৌধুরী, সাহিত্যিক গৌরীশংকর ভট্টাচার্য, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দিলিপ দুগার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। এদিন সাহিত্যিক গৌরীশংকর ভট্টাচার্য কে বই মেলা কমিটির পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়। মেয়র গৌতম দেব নলেন এই বইমেলা উত্তরবঙ্গ বাসীর কাছে অত্যন্ত গর্বের। মেলায় চুরান্নব্বইটি স্টল থাকছে। মেলা চলবে দশ দিন।
siliguri: শিলিগুড়িতে উদ্বোধন হলো তেতাল্লিশতম উত্তরবঙ্গ বই মেলা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper