শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকে

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকে ব্যাপক ম্যালেরিয়া দেখা (Alipurduar)দিয়েছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকে, ১১ জন ভর্তি রয়েছেন যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে এমনটাই দেখা গেল রবিবার রাত ৭ টা নাগাদ হাসপাতালে গিয়ে। ১১ জনের মধ্যে পাঁচ জন মহিলা এবং ছয় জন পুরুষ। ‌ পাঁচ বছরের রাজদীপ মুন্ডার বাড়ি লোকনাথপুর। তিন বছরের প্রিয়া মুন্ডার বাড়ি লোকনাথপুর। ছয় বছরের সুজিত হাঁসদা র বাড়ি ধওলা বস্তি এলাকায়। ভর্তি রয়েছেন বেশ কয়েকজন শিমলা বাড়ি এলাকার। ‌ দিনের পর দিন বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ।‌এরমধ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাই ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতাল কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে একই পরিবারের একাধিক ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন দিনের পর দিন। ‌ ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে শিশুদের মধ্যেও। ‌ স্বাস্থ্যকর্তাদের উদাসীনতার ফলেই ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকে এমনটাও বলছেন আমজনতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।