শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

save drive safe life: সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি জয়গাঁ থানার উদ্যোগে

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

save drive safe life: সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি জয়গাঁ থানার উদ্যোগে আলিপুরদুয়ার (save drive safe life) জেলা পুলিশের জয়গাঁ থানার উদ্যোগে বৃহস্পতিবার বড়দিন উপলক্ষ্যে আয়োজিত হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এদিনের কর্মসুচিতে ট্রাফিক আইন সম্পর্কে সকলকে সচেতন করতে একটি সেফ ড্রাইভ সেভ লাইফ র‍্যালির আয়োজন করা হয়। পথচারী ও গাড়ি চালকদের মধ্যে ট্রাফিক আইনের গুরুত্ব সম্পর্কে প্রচার চালানো হয়। পুলিশ সূত্রে জানানো হয় ট্রাফিক আইন সম্পর্কে সকলকে সচেতন করে পথ দূর্ঘটনা কমানো ও সকলের জন্য পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচি। এদিনের কর্মসুচিতে স্থানীয় স্কুল পড়ুয়া সহ পুলিশ আধিকারিকগন ও কর্মীগন অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।