শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

MALDA: উদ্ধার আট লক্ষ ভারতীয় টাকার জাল নোট ,গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

MALDA: উদ্ধার আট লক্ষ ভারতীয় টাকার জাল নোট ,গ্রেপ্তার এক মালদহ জেলা পুলিশের বৈষ্ণবনগর থানার পুলিশ (MALDA) গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে উদ্ধার করে ভারতীয় আট লক্ষ টাকার জাল নোট, গ্রেপ্তার করে এক ব্যক্তিকে। জানা গেছে শনিবার রাতে লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের জীবন মোড় এলাকায় নাকা চেকিংএ সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেল সহ আটক করে তল্লাশী চালায় পুলিশ। তল্লাশীতে আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় ভারতীয় পাঁচশো টাকার জাল নোট। উদ্ধার হওয়া নোটের মোট পরিমান আট লক্ষ টাকা। আটক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ও উদ্ধার করা নোট সহ মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানানো হয় ধৃত ব্যক্তির নাম আনারুল শেখ(৩৬),পিতা – কয়েশ শেখ,বাড়ি বৈষ্ণবনগর থানার অন্তর্গত হঠাৎ পাড়া গ্রামে। ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে রেখে পুলিশ এই পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে সোমবার মালদহ জেলা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।