ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে (Avishek banerjee) পাখির চোখ করে আবার জিতবে বাংলা এই শ্লোগান নিয়ে কার্যত নির্বাচনী যুদ্ধের দামামা বাজাতে শনিবার দুপুরে আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবড়ি চা বাগানের পাশে সভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা কার্যত চা শ্রমিকদের সভায় পরিনত হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সভা মঞ্চে ডেকে নেন চা শ্রমিকদের। শোনেন তাদের সমস্যার কথা। সমস্যার কথা শুনে তিনি শ্রমিকদের সমস্যাবলী সমাধানের আস্বাস দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন কেন্দ্রের সরকার বাংলা বিরোধী, তার প্রমান প্রতিটি কাজে দেখাচ্ছেন কেন্দ্রীয় সরকার। বাংলার মানুষের প্রাপ্য একশ দিনের কাজের আবাসনের, জল মিশনের ও শিক্ষা মিশনের পাওনা টাকা আটকে রেখে বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছেন কেন্দ্রীয় সরকার। তিনি আরও বলেন রাজ্যে ২০১১সালে তৃণমূল ক্ষমতায় আসে। তখন চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিলো সাতষট্টি টাকা, তৃণমূল লড়াই করে সেটি দুশো পঞ্চাশ টাকা করেছে। এই টাকায় শ্রমিকদের সংসার চলেনা, কিন্তু কেন্দ্রীয় সরকার এবিষয়ে চুপ।ছাব্বিশে তৃণমূল ক্ষমতায় আসলে তিন মাসের মধ্যে এই মজুরি আরও বাড়ানো হবে। রাজ্যে এস আই আর এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। বিজেপি।শাসিত রাজ্য গুলিতে বাংলায় কথা বললেই বাঙ্গালীদের মারা হচ্ছে। এগুলি সবই বিজেপির বাংলা বিরোধীতার প্রমান। কাজেই বাংলার উন্নয়ন কে বহাল রাখতে ছাব্বিশে ফের তৃণমূল কেই ভোট দেবার জন্য তিনি আবেদন জানান।
Avishek banerjee: আলিপুরদুয়ারের মাঝেরডাবরী চা বাগান ময়দানে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper