জলপাইগুড়ি (elephant) জেলার করলাভ্যালি চা বাগানের পরিত্যক্ত কূয়োয় পড়া একটি হাতিকে দীর্ঘক্ষনের চেষ্টায় উদ্ধার করলেন বন কর্মীরা। জানা গেছে রবিবার রাতে তিনটি হাতি করলাভ্যালি চা বাগানে হানা দেয়। এদের মধ্যে একটি হাতি চা বাগানের একটি পরিত্যক্ত কূয়োয় পড়ে যায়। সোমবার সকালে বিষয়টি চা বাগানের শ্রমিকদের নজরে আসে। তারা খবর দেন চা বাগানের ম্যানেজারকে। ম্যানেজার বন দপ্তরের জলপাইগুড়ি রেঞ্জে খবর দেন। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান ও দীর্ঘক্ষনের চেষ্টায় হাতিটিকে উদ্ধার করতে সমর্থ হন। স্থানীয়রা জানান অপর হাতি দুটি দূরে দাঁড়িয়ে সব লক্ষ্য করছিলো। উদ্ধারের পর হাতিটি নিজে নিজেই বনের দিকে চলে যায়। বন কর্মীরা জানান হাতিটির বয়স আনুমানিক সাত আট বছর হবে।
elephant: বন কর্মীদের চেষ্টায় উদ্ধার চা বাগানের পরিত্যক্ত কূয়োতে পড়া হাতি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper