শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Abhishek banerjee: কোচবিহারে রণ সংকল্প সভা থেকে বিজেপিকে হারানোর আহবান অভিষেকের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

Abhishek banerjee: কোচবিহারে রণ সংকল্প সভা থেকে বিজেপিকে হারানোর আহবান অভিষেকেরকোচবিহারের (Abhishek banerjee) ঘুঘুমারিতে আয়োজিত রণ সংকল্প সভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আহবান জানান আসন্ন বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় বিজেপিকে নয় শুন্য করতে। মঙ্গলবার কোচবিহারে এসে প্রথমেই কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন মন্দিরে পুজো দেন ও তারপর সভাস্থলে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে তিনি উপস্থিত করেন কোচবিহার জেলার দশজন ভোটারকে যাদের এস আই আর তালিকায় মৃত ঘোষনা করে তাদের নাম কেটে দেওয়া হয়েছে নির্বাচক তালিকা থেকে। এদের দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপির এজেন্ট নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখে বাংলাকে বঞ্চিত করে চলেছে বিজেপি পরিচালিত ভারত সরকার। বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশী বলে তাড়ানো হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে। বাংলা বিরোধী এই বিজেপিকে আসন্ন বিধানসভা নির্বাচনে হারাতে হবে। এদিনের রণ সংকল্প সভায় উপস্থিত জন সমুদ্র লক্ষ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সাধারন মানুষের উপস্থিতিই বুঝিয়ে দিচ্ছে বাংলার মানুষ বিজেপিকে চায়না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।