শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Suvendu Adhikari: আদিবাসীদের সাথে সাক্ষাৎ করে মকর উৎসব উদযাপনে শুভেন্দু

রিপোর্ট : গোপাল যাদব , এই যুগ, ঝাড়গ্রাম

Suvendu Adhikari: আদিবাসীদের সাথে সাক্ষাৎ করে মকর উৎসব উদযাপনে শুভেন্দুঝাড়গ্রামের মানিকপাড়াতে (Suvendu Adhikari)কালাঝড়িয়ায় আদিবাসীদের সাথে সাক্ষাৎ করে মকর উৎসব উদযাপন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই শুভ দিনে আদিবাসীদের সাথে মাটিতে বসে ভোজন করেন জঙ্গলমহলের কুটুম ,জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। এদিন মাটিতে বসেই আদিবাসীদের সঙ্গে কথাও বলেন শুভেন্দু। এদিন বিরোধী দলনেতাকে পিঠে খাইয়ে দেন জঙ্গলমহলের মা-বোনেরা । এদিন আদিবাসী ভাই বোনদের সাথে জঙ্গলমহলে মকর উৎসবে সামিল হতে পেরে খুশি রাজ্যের বিরোধী দলনেতাও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।