শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Kolkata: SIR এর শুনানিতে গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ,নির্দেশ নির্বাচন কমিশনের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Kolkata: SIR এর শুনানিতে গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ,নির্দেশ নির্বাচন কমিশনের রাজ্য SIR শুনানির কাজ চলছে জোর কদমে, (SIR ) তবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নির্বাচন কমিশন কে । শুনানি পর্বে ডকুমেন্ট নিয়েও বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এবার “মাধ্যমিকের অ্যাডমিট কার্ড” কে শুনানির জন্য বৈধ নথি‌ হিসেবে অনুমোদন দিল না নির্বাচন কমিশন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখানো নিয়ে বহু জেলায় SIR শুনানি ঘিরে চাঞ্চল্য ও সৃষ্টি হয়েছে। এবার SIR শুনানি তে‌ বৈধ নথি‌ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কে অনুমোদন দিলোনা নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ,রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড SIR শুনানিতে “বৈধ নথি‌” নয় । নির্বাচন কমিশন এও জানিয়েছে, ২০২৫ এর ২৭ শে অক্টোবরের নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে ১১টি‌ বৈধ নথি‌র মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা উল্লেখ নেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।