সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ট্রলিংয়ের শিকার হতে হয় সিনেমা জগতের সকল ব্যক্তিদেরই । এবার এই ট্রলিংয়ের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে গ্রাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রুপালি রঙের হাতকাটা গাউন পরেছিলেন তিনি। তেমন কোনো অলঙ্কার পরেননি, চুল পনিটেইল করেছে বেঁধেছেন।
জাহ্নবীর ছবি প্রকাশ্যে আসার পর অনেকের দাবি এই এক সাজেই নাকি হলিউডের লাল গালিচায় ধরা দিয়েছিলেন কিম কার্দেশিয়ান। তার স্টাইল নকল করেছেন জাহ্নবী। আবার কেউ কেউ দাবি করেছেন, নায়িকা নাকি আকর্ষণ বাড়াতে শরীরে প্লাস্টিক সার্জারিও করিয়েছেন।সারাদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছিল নায়িকার পোশাক বিতর্ক I তবে অনেকেই অভিনেত্রীর সমর্থনে এগিয়ে এসেছেন I তবে ট্রোলারদের তাতে যেন আরো উৎসাহ বেড়েছে I তারা দুটি ছবি পোস্ট করে নায়িকার পোশাক নিয়ে মজা করতে ছাড়ে নি I তবে জাহ্নবী কাপুরের কাছ থেকে কোন মন্তব্য আসেনি I তার ভক্তরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করে নায়িকার পোশাক নিয়ে প্রশংসা করেছে I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper