স্ত্রীর সম্মান রক্ষার্থে ৯৪ তম অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রকের গালে সপাটে চড় মেরেছিলেন অভিনেতা উইল স্মিথ । মুহূর্তে স্মিথের সেই চড় নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। অস্কার পুরস্কারের খবরকে পেছনে ফেলে রাতারাতি গোটা বিশ্ব দ্বিধাবিভক্ত হয়েছিল স্মিথের আচরণে। কেউ ছিলেন স্মিথের পক্ষে তো কেউ সরব হন তাঁর বিরোধিতায় ।পরবর্তীতে এই ঘটনার জন্য ক্রিস রক ও অ্যাকাডেমির কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন স্মিথ। এমনকী অ্যাকাডেমির সদস্যপদও ছাড়ার কথা জানিয়ে দেন তিনি। তবে এতেও যে চিঁড়ে ভেজেনি, তা স্পষ্ট হয়ে গেল শুক্রবার রাতে। অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেসের তরফে বলে দেওয়া হয়, আগামী ১০ বছর অস্কারের মঞ্চে নিষিদ্ধ হলেন স্মিথ।সঞ্চালককে অস্কারের মঞ্চে থাপ্পড় মারার জন্য স্মিথের বিরুদ্ধে কী পদক্ষেপ করা উচিত, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার বৈঠকে বসেছিল অ্যাকাডেমির গভর্নরদের বোর্ড। শোনা যাচ্ছিল, এই কাণ্ডের জেরে নিজের অস্কারটি খোয়াতে পারেন স্মিথ। কিন্তু অবশেষে দেখা গেল, অস্কার তাঁর থেকে ছিনিয়ে না নেওয়া হলেও অভিনেতার বিরুদ্ধে অত্যন্ত কড়া মনোভাবই দেখাল অ্যাকাডেমি। ১০ বছরের জন্য নির্বাসিত হওয়ার অর্থ অ্যাকাডেমির কোনওরকম অনুষ্ঠানে সশরীরে অথবা ভারচুয়ালি উপস্থিত থাকতে পারবেন না এই অভিনেতা। এই খবর শুনে তার অনুরাগীদের মধ্যে নেমে এসেছে নিরাশা।