বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

Swastika Mukherjee: সিঙ্গল মাদার হওয়া নিয়ে বিস্ফোরক স্বস্তিকা

স্বস্তিকা মুখোপাধ্যায় নামের সঙ্গে একজন গুণী অভিনেত্রীর তকমা যেমন জড়িয়ে আছে তেমনি তার সাফল্য পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বলিউডের জমিতে পৌঁছে গেছে I এখন আরব সাগর পারেও নিজেকে সফল অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। একদিকে তাঁর অভিনয় দক্ষতা নজরকাড়া অন্যদিকে বরাবরই তিনি মনকারা আবেদনময়ী । তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা কম হয় না। তবে সবসময়ই নজরকাড়ে স্বস্তিকার স্পষ্টকথা। প্রেম, বিয়ে, সন্তান হোক বা অন্য কোনও বিষয়- সবকিছুতেই অকপট অভিনেত্রী। দীর্ঘ ফিল্মি কেরিয়ারে বিতর্ক হামেশাই সঙ্গে থেকেছে তার সাথে তবে তিনি কোনওদিনই মুখ বন্ধ করে থাকেননি। এক টক শো-তে হাজির হয়েছিলেন নায়িকা সেখানে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় তাঁকে জিজ্ঞাসা করেন ‘আজ থেকে ১৭ বছর আগে সিঙ্গল মাদার হওয়ার কি বেশ কঠিন ছিল?’ স্বস্তিকার উত্তর কঠিন বাস্তবের মুখে দাঁড় করাবে আপনাকে।অভিনেত্রী জানান, ‘অন্বেষাকে স্কুলে ভর্তি করানোর সময় সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হয়েছি। স্কুলের অ্যাডমিশন টেস্টের নোটিশ বোর্ডে লেখা থাকত ভর্তির সময় বাবা-মা দু’জনকেই আসতে হবে। আমি একাই যেতাম। কলকাতার নামী-দামী স্কুল আমার মেয়েকে ভর্তি নেয়নি আমার সিঙ্গল মাদার স্টেটাস-এর জন্য’। আক্ষেপের সুরে স্বস্তিকা যোগ করেন, অনেক সময় স্কুলের অধ্যক্ষদের সঙ্গে কথা বলতে নিজের বাবা সন্তু মুখোপাধ্যায়কেও নিয়ে গিয়েছিলেন তিনি। সব শোনবার পর তাঁরা বলতেন, ‘ঠিক আছে এ বছর হল না। পরের বছর আবার চেষ্টা করবেন। কিন্তু এভাবেই পরের বছর পরের বছর বলে কেটে যেত’।মাত্র ১৮ বছর বয়সে গায়ক প্রমিত সেনের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী, ২ বছরের মধ্যেই বিয়ে ভাঙে তাঁর। যদিও দীর্ঘ সময় আইনি ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি Iস্বস্তিকা যোগ করতে ভোলেননি এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। অভিনেত্রী জানান সন্তানের একা-অভিভাবক হওয়াটা এখন বেশি সহজ হয়ে গিয়েছে। বোঝা যায় স্বস্তিকার চোখের মণি তাঁর মেয়ে অন্বেষা। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে সে। বছর ২২-এর অন্বেষার সঙ্গে একদম বন্ধুর মতো সম্পর্ক স্বস্তিকার।এই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।