বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

Ranbir Kapoor-Alia Bhatt: রনবীর-আলিয়ার বিয়ের বিষয়ে কি বিশেষ ঘোষণা নায়িকার কাকার

এই মুহুর্তে বিনোদন জগতের খবর জুড়ে শুধুই রনবীর কাপুর আর আলিয়া ভাটের বিবাহ অভিযানের খুঁটিনাটি। তাঁরা কী করছেন, আলিয়া কীভাবে বিয়ের আগে নিজের শরীরচর্চা থেকে শুরু করে বিয়েতে কী পোষাক পরবেন সেই সকল বিষয়ই এখন বিনোদুনিয়ার আলোচন হয়ে উঠেছে।  দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে প্রকাশ্যে এসেছে বলিউডের দুই মহাতারোকার বিয়ের তারিখ। এবার প্রকাশ্যে এল রনবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান কত দিন ধরে চলবে সেই তথ্য। সেলেব্রিটিদে বিয়ে বলে কথা সেখানে যে বিভিন্ন চমক থাকবে সে কথা বলাই বাহুল্য। রনবীর-আলিয়ার বিয়ের খবরকে আরেকটু জমিয়ে দিল আলিয়া ভাটের কাকা রবীন ভাট। তিনি যেমন জানিয়েছিলেন  এই তরকা জুটির বিয়ের তারিখ, এবার জানালেন রনবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান কতদিন ধরে চলবে । চারদিন ধরে চলা অনুষ্ঠানের কোন দিন কী হবে সেই কথা অবশ্য এখনই আলিয়ার কাকা পরিষ্কার করে বলেন নি I তবে ঘণিষ্ঠমহল সুত্রে খবর, বিয়ের পর খুব তাড়াতাড়িই রিসেপশনের অনুষ্ঠান হবে। আর সেখানে উপস্থিত থাকবেন বলি বাদশা শাহরুখ খান থেকে আদিত্য চোপড়া, সঞ্জয়লীলা ভানসালী, রনবীর সিং-র মত বলিউডের একঝাঁক তারকা। সকলের উপস্থিতিতে রনবীর-আলিয়ার রিসেপশন পার্টি যে জমকালো হয়ে উঠবে সে কথা তো বলাই বাহুল্য। বিয়ের পরই প্রথমবার ব্রহ্মাস্থ ছবিতে দেখা যাবে রনবীর-আলিয়া জুটিকে। আর এই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকেরা। তবে তার আগে  রনবীর-আলিয়ার চারহাত এক করে নতুন যাত্রা শুরুর সব খবরের দিক চোখ থাকবে এই জুটির ভক্তদের সেটা আর বলার অবকাশ রাখে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।