Breaking News

Madhabi Mukherjee hospitalised : হঠাৎ করে অসুস্থ সত্যজিতের চারুলতা ,ভর্তি উডল্যান্ডসে

দিন শুরুতেই খারাপ খবর।  আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। শুক্রবার সকাল বেলাতেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সত্যজিতের চারুলতা। তড়িঘড়ি মাধবী মুখোপাধ্যায়কে উডল্যান্ডস হাসাপতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শেই হাসপাতালে ভর্তি  করানো হয়েছে মাধবী মুখোপাধ্যায়কে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই শারীরিক  সমস্ত কিছু পরীক্ষা করা হয়েছে অভিনেত্রীর। ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়ে গেছে। আপতত একটু স্থিতিশীল রয়েছেন প্রবীণ অভিনেত্রী।হাসপাতাল সূত্রে খবর, মেডিসিন বিভাগের তত্ত্বাবধানেই চলছে প্রবীণ অভিনেত্রীর সমস্ত রকমের পরীক্ষা। জানা যাচ্ছে মাধবী মুখোপাধ্যায়ের ইলোকট্রলাইট ইমব্যালেন্স হয়েছে। বেশ কিছুদিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছেন অভিনেত্রী। এছাড়াও তার সুগারের সমস্যা রয়েছে। তার বয়সও হয়েছে ৮০ বছর। সেই কারণে বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছেন মাধবী মুখোপাধ্যায়। আর কী কী  সমস্যা রয়েছে তা খতিয়ে দেখতেই ইতিমধ্যেই একাধিক টেস্ট করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মাধবী মুখোপাধ্যায়।শারীরিক দুর্বলতা কাটিয়ে যাতে শীঘ্রই বাড়ি ফিরতে পারেন, সেই প্রার্থনাই করছে তার পরিবার।  মা লীলা দেবীর হাত ধরেই থিয়েটারে অভিনয় শুরু করেছিলেন মাধবী মুখোপাধ্যায়। সেখান থেকেই তার কেরিয়ারের শুরু। এরপর সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে কাজে করেছেন মাধবী। দীর্ঘ দিনের অভিনয় জীবনে অসংখ্য ছবি রয়েছে তার ঝুলিতে। বিশেষত সত্যজিতের ‘চারুলতা’ তাকে সকলের কাছে অন্য জায়গায় পৌঁছে দিয়েছে I তার দ্রুত সুস্থতা অনুরাগীদের এখন একমাত্র কাম্য I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।