আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত চুনিয়াঝোরা চা বাগানটি ভরে গিয়েছে আগাছার ঝোপঝাড়ে। বনের হিংস্ত্র চিতাবাঘ লুকিয়ে থাকছে ঝোপঝাড় গুলিতে। আগস্ট মাসের প্রথম দিকে ঝোপ থেকে বেরিয়ে এসেছিল চিতাবাঘ। চা বাগানে কর্মরত মহিলা শ্রমিকরা কোনমতে সেদিন পালাতে পেরেছিলেন। আগস্ট মাসের চার তারিখেই মহিলা শ্রমিকরা চা বাগান কর্তৃপক্ষকে দাবি জানান আগাছার ঝোপঝাড় পরিষ্কার করতে। কিন্তু চা বাগান কর্তৃপক্ষ সে দাবিতে কান দেননি। গতকাল ফের চিতাবাঘের হামলা থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসেন বাগানের সেকশনে কাজে যাওয়া শ্রমিকরা। এই ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা শনিবার কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করতে পারবেননা। যতক্ষন পর্যন্ত কর্তৃপক্ষ তাদের কাজের নিরাপত্তা সুনিশ্চিত করবে ততদিন তাদের আন্দোলন চলবে। এ বিষয়ে চা বাগান কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজী হননি।
Alipurduar: চা বাগানের আগাছার ঝোপঝাড় সাফাই এর দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper