দলের পুরানো কর্মী ও বুথ কর্মীদের মর্যাদা দিতে হবে। শনিবার সন্ধেয় শ্যামনগরে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে মঞ্চ এমনই বার্তা দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সাংসদের কড়া হুঁশিয়ারি, তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না। কেউ দলের ক্ষতি করলে, তাকে বরদাস্ত করা যাবে না। পুরানো স্মৃতি রোমন্থন করে সাংসদের বক্তব্য, ব্যারাকপুরে সংগঠন মজবুত ছিল বলেই তড়িৎ তোপদারের মতন সিপিএম নেতাকে পরাস্ত করা সম্ভব হয়েছে। এদিনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে হাজির ছিলেন গারুলিয়া পুরসভার পুরপিতা পঙ্কজ দাস, ভাটপাড়া পুরসভার সিআইসি তথা জগদ্দল শহর তৃণমূল সভাপতি হিমাংশু সরকার, ভাটপাড়ার পুরপিতা প্রবীর বৈদ্য ও সোমনাথ তালুকদার, কাউগাছি-২ পঞ্চায়েতের প্রধান অমল হালদার, কাউগাছি-১ তৃণমূল সভাপতি স্বপন মন্ডল, তৃণমূল নেতা সঞ্জয় সিং, শ্যামল তলাপাত্র, রাজকুমার যাদব, কাউগাছি-১ পঞ্চায়েত সদস্য অশোক সরকার, মৃনাল চ্যাটার্জি প্রমুখ। তৃণমূল নেতা হিমাংশু সরকার দলীয় কর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পরামর্শ দিলেন।
Arjun Singh: দলের পুরানো কর্মী ও বুথ কর্মীদের মর্যাদা দিতে হবে, বার্তা অর্জুন সিংয়ের
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper