জীবনের প্রথম বড়ো পরীক্ষা দিতে যাবার পথে বুনো হাতির হামলায় মৃত্যু হলো মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের। জানা গেছে বৃহস্পতিবার সকালে অর্জুন তার বাবার সাথে রওয়ানা হয়েছিলো পরিক্ষা কেন্দ্রে যাবার উদ্দ্যেশ্যে। এদিন ছিলো বাংলা প্রথম ভাষার প্রথম পত্রের পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে যাবার পথে টাকিমারি এলাকায় আচমকাই একটি বুনো হাতি বেরিয়ে আসে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে এবং অর্জুন ও তার বাবার ওপর হামলা চালায়। হাতির হানায় গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যু হয় অর্জুনের। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। অর্জুনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান পুলিশ ও বন কর্মীরা। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় অর্জুনের মৃত্যুর খবর পেয়ে শোক জ্ঞাপন করেছেন।
Elephant attack Jalpaiguri: মাধ্যমিক পরীক্ষা দিতে যাবার পথে বুনো হাতির হামলায় মৃত্যু পরীক্ষার্থীর
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি